শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ - ১২:৫২
তেহরান প্রদেশে বৃহৎ পরিসরের সামরিক মহড়া পরিচালনা করল আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তেহরান প্রদেশের বিভিন্ন এলাকায় “পবিত্র কুদসের পথে” শীর্ষক একটি বৃহৎ পরিসরের সামরিক মহড়া পরিচালনা করেছে।

হাওজা নিউজ এজেন্সি: তেহরান প্রদেশে আইআরজিসির সারুল্লাহ সদরদপ্তরের উপ-কমান্ডার জানান, এই মহড়ায় স্থল, আকাশ ও গোয়েন্দা ইউনিট অংশগ্রহণ করে। মহড়ার মূল উদ্দেশ্য ছিল দ্রুত সেনা মোতায়েন, নির্ধারিত অপারেশনাল এলাকায় তাৎক্ষণিক অবস্থান গ্রহণ এবং বিভিন্ন প্রতিরক্ষামূলক পরিস্থিতির অনুশীলন।

তিনি বলেন, মহড়ার ফলাফল থেকে স্পষ্ট হয়েছে যে সম্ভাব্য যেকোনো নিরাপত্তা হুমকির মোকাবিলায় আইআরজিসি বাহিনী উচ্চমাত্রার প্রস্তুতি বজায় রেখেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, রাজধানী অঞ্চলে মোতায়েন আইআরজিসি ইউনিটগুলোর প্রতিরক্ষামূলক সক্ষমতা ইরানের সামগ্রিক নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো অস্থিতিশীলতামূলক তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়। তিনি উল্লেখ করেন, এই প্রস্তুতি ধারাবাহিক প্রশিক্ষণ, সাংগঠনিক সংহতি এবং জনগণের সমর্থনের ভিত্তিতে গড়ে উঠেছে।

এদিকে, তেহরান প্রদেশে আইআরজিসির সাইয়্যেদ আল-শুহাদা কোরের কমান্ডার মহড়াটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, “ইলা বাইতুল মুকাদ্দাস–১৬” নামের এই মহড়াটি দুই ধাপে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।

প্রথম ধাপটি “শক্তি প্রদর্শন” শিরোনামে ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হয়, যেখানে প্রদেশজুড়ে সব বাসিজ ব্যাটালিয়ন অংশগ্রহণ করে।

দ্বিতীয় ধাপে প্রতিরক্ষামূলক অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে সাতটি অপারেশনাল অক্ষে পাঁচটি সিমুলেটেড প্রতিরক্ষা মিশনের মহড়া পরিচালিত হয়। এ পর্যায়ে বাসিজ বাহিনী সামরিক সরঞ্জাম ও সরাসরি গোলাবারুদ ব্যবহার করে পরিকল্পিত কৌশলগত অনুশীলন চালায়, যার মাধ্যমে বাস্তব পরিস্থিতির কাছাকাছি পরিবেশে তাদের মাঠপর্যায়ের প্রস্তুতি মূল্যায়ন করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha